মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে পানিতে ডুবে জিহাদ আলী (৪ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ আলী সহড়াতলা গ্রামের আজমাইন হোসেনের ছেলে ।
শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ির পাশ্র্ েএকটি গর্তেও পানিতে ডুবে জিহাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, জিহাদ বাড়ির পাশ্র্ েবাইরে খেলতে গিয়ে শনিবার দুপুর ১২ টার দিকে নির্খোজ হয়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির অদূওে একটি মাদ্রাসার পাশ্রে গর্ত থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ খেলতে গিয়ে অসাবধানবশতঃ গর্তে পড়ে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tags:
দুর্ঘটনা