মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপিত
মুজিবনগরে 'সকল ভূমি সেবা এক ঠিকানায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার
আলোচনা অনুষ্ঠানে বলেন, ভূমি সেবাকে সহজলভ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এখানে উপজেলার ভূমি মালিকদের খুব সহজে এবং বিনামূল্যে ভূমি সেবা প্রদান করা হবে এবং ভূমি সম্পর্কিত যেকোনো বিষয়ে সেবা প্রদান করা হবে।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মুজিবনগর থেকে
মোঃ জাহিদ হাসান