মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম.মেহেরপুর জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ পরিচালক শফিকুল ইসলাম মিয়া, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশিকুর রহমান প্রমুখ।
এছাড়াও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে কাথুলী ইউপির মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউপির নাজমুল হুদা বিশ্বাস, কাজীপুর ইউপির আলম হুসাইন, বামন্দী ইউপির ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউপির সোহেল আহমেদ ষোলটাকা ইউপির আনোয়োর হোসেন পাশা, সাহারবাটি ইউপির মশিউর রহমান , ধানখোলা ইউপির আব্দুর রাজ্জাক ও রাইপুর ইউপির গোলাম সাকলায়েন ছেপু প্রমুখ
এসময় সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ সরকারী কর্মকর্তা ও পরিসংখ্যান অফিসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।