মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ রাস্তা (এইচবিবি) নির্মাণ প্রকল্পের লটারী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন কল্পে ঠিকাদারদের উপস্থিতিতে লটারী ড্র এর মাধ্যমে ১ টি প্যাকেজ প্রকল্পের প্রায় ৬২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে দাখিল কৃত ৫৯ লাখ ৬৯ হাজার ৩২৫ টাকার বরাদ্দের ঠিকাদার বাছাই করা হয়। উপজেলার জেলা প্রশাসক ইকো পার্কের দক্ষিণ পার্শ্বের গেট হতে কাজলা নদীর ধার হয়ে আশ্রয়ণের পার্শ্বের রাস্তা ও বামন্দী ইউপি তেরাইল কুঠিপাড়া দাস বাড়ি হতে সহড়াবাড়িয়া রাইমনতলার মাঠ মুখী রাস্তা এইচবিবিকরণ প্রকল্পের লটারী অনুষ্ঠিত হয়। ১১২ টি ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করে। লটারীতে মেসার্স নূর ইসলাম এন্টারপ্রাইজ, গাংনী প্রথম লোয়েষ্ট এবং মেসার্স নাঈম এন্টারপ্রাইজ , গাংনী ২য় লোয়েষ্ট দরদাতা হিসাবে চুড়ান্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর পরামর্শে ও বলিষ্ঠ ভূমিকায় স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রকল্প বাস্তবায়ন করতে যথারীতি লটারীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদার বাছাই করা হয়েছে।
লটারী কার্যক্রম পরিচালনা করার সময় উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় গাংনী ,মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলের প্রায় ৫০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।