গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে দুস্থ-নি¤œআয়ের পরিবারকে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান

মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২  উপলক্ষে দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে খাদ্য সহায়তা প্রদান করা  হয়েছে। 

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০  টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সম্পাদক এম এ খালেক।   এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশরাফুজ্জামান লিটন, গাংনী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুর রেজা (জুনিঃ কনসালটেন্ট), ডা. মাসুদুর রহমান (সহকারী সার্জন), প্রমুখ।

গাংনী উপজেলা ইপিআই টেকনিশিয়ান আব্দুর রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, ডা. জামিরুল ইসলাম মেডিকেল অফিসার), ডা. আবির হোসেন  (মেডিকেল অফিসার),ডা. আীশকুর রহমান  মেডিকেল অফিসার), গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। 

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের পরিচ্ছন্ন কর্মী আয়াদের ১০০  পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ কর্মসূচির সমাপ্তি হবে। 


 



Post a Comment

Previous Post Next Post