মেহেরপুরে বিদায়ী জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলকে প্রশাসক পদে নিয়োগ

 


, মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুলকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলা পরিষদ আইন ২০০০ জে লা পরিষদ (সংশোধন) আইন। ২০২২ অনুযায়ী সংশোধিত এর ধারা ৮২ উপধারা (২) অনুযায়ী দেশের  ৬১ টি জেলা পরিষদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ প্রধান করা হয়। এদিকে আলহাজ্ব মো. গোলাম রসুল কে জেলা  পরিষদের প্রশাসক নিয়োগ করায় বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।  

 


Post a Comment

Previous Post Next Post