মেহেরপুরে ২ দিন পরে পুকুর থেকে মহিলার মরদেহ উদ্ধার


মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ নিখোঁজ থাকার ২ দিন পর মেহেরপুর সরকারী কলেজ পুকুর থেকে মুসলিমা খাতুন (৩৫) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মুসুলমার মরদেহ উদ্দার করা হয়। 

 মুসলিমা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের  স্ত্রী এবং একই এলাকার আব্দুল মালেকের মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। 

জানা গেছে, মুসলিমা খাতুন গত ১৭ এপ্রিল প্রতিদিনের ন্যায় কাজ করার  উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসেন। প্রতিদিন বিকেলে বাড়িতে ফিরলেও ঐ দিন থেকে সে নিখোঁজ থাকে। মঙ্গলবার সকালে সরকারী কলেজের পুকুরে পাড়ে কয়েকজন শিশু খেলা করার সময় মরদেহটি দেখে চিৎকার দিতে শুরু করে। খবর পেয়ে তার মা আরবি খাতুন ঘটনাস্থলে এস মুসলিমাকে শনাক্ত করে। 

এুসলিমার মা আরবি খাতুন জানায়, গত ২ দিন আমার মেয়ে নিখোঁজ ছিল। অনেক ঁেখাজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ খবর পেয়ে এসে দেখি মুসলিমা মরদেহ পুকুওে ভাসছে। তিনি আরও জানান, মুসলিমার মৃগী রোগ ছিল। 

মেহেরপুর সদও থানার ওসি ওবাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। 



  

 


Post a Comment

Previous Post Next Post