মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত স্কুলছাত্র পলাশের দাফন সম্পন্ন


মেহেরপুর জেলা প্রতিনিধি ঃসড়ক দূঘটনায় নিহত পলাশের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে জানাযা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত পলাশ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

 জানা গেছে, শনিবার দিবাগত রাতে পলাশ ও তার বন্ধু একই এলাকার বাইতুলের ছেলে সাধন মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়।এ সময় শোলমারী মাধ্যমিক বিদ্যালয় এর কাছে মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এবং  রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে। এ সময় পলাশ ও সাধন দুজনে গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালেনিলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পলাশকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া নেয়ার পথে ভোরে পলাশের মুত্যু হয়। 

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান (পিপিএম) দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 


Post a Comment

Previous Post Next Post