মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ্।ে আজ শুক্রবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ইপতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জন প্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, পলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, সদও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন এম এ এম এ খালেক, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফির মাহফিলের আগে দোয়া অনুষ্ঠিত হয়।