গাংনীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (নববর্ষ-১৪২৯) পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 


মেহেরপুর  জেলা প্রতিনিধি ঃ

পহেলা বৈশাখ ১৪২৯ ,শুভ বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসবের দিন।এবারে লৌকিকতা নয়, প্রকৃত বাঙ্গালী হয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনায় এই দিনটিকে বর্ণিল রং-এ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। 

 র‌্যালি শেষে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ  খালেক।  

পুরনো বছরের সব অপ্রাপ্তি,গøানি, বেদনা মুছে ফেলে নতুন জীবনে সম্ভাবনার শিখা জ্বালিয়ে লাখো প্রাণের স্পন্দনে প্রথম সূর্য কিরণের সঙ্গে জেগে উঠেছে নতুন বাংলা বছর। বাংলা ভাষাভাষীর জীবনে এক অমলিন আনন্দের দিন। 

সারাদেশের ন্যায় গাংনীর সর্বত্রই নানা বয়সী মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। রং-বেরংয়ের পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য সবকিছুতেই প্রাধান্য পেয়েছে বাঙালিয়ানা।

 নতুন বছরকে বরণ করতে তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম ,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল আল মারুফ,মাননীয় এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু,গাংনী পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম লালু,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। 

এছাড়াও সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 





Post a Comment

Previous Post Next Post