মেহেরপুরে গাংনী উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান এর সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 



আমিরুল ইসলাম অল্ডাম  ঃ মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এর সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিলে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গণমানুষের নেতা সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান খোকনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয়।   আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাংনী উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক ছাত্রনেতা গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আমিরুল ইসলাম,গাংনী উপজেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী সেক্রেটারী গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মাষ্টার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বাংলাদেশ আওয়ামীলীগের গাংনী উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিলে সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূয়শী প্রশংসা করেন। গাংনীর উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। 

 গাংনী  উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন  এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী পৌর আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, সাবেক যুবলীগ নেতা আব্দুস সালাম, পৌর যুবলীগের সেক্রেটারী রাহিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এম এন পাভেল,হারুণর রশীদ রবি, সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু, এম এ লিংকন,আবুল কাশেম অনুরাগীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা প্রেস ক্লাবের  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ।      





Post a Comment

Previous Post Next Post