মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুওে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এস সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রমাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদেও চেয়ারম্যান গোলাম রসুল , স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।
এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মৃধা মুহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা শিল্পকলা প্রাঙ্গ থেকে এর আগে একটি র্যালি বের করা হয়।
“মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার ” এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছ্।ে অন্যদিকে মেহেরপুরের গাংনীতেও জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতাধীন গাংনী উপজেলা নির্বাচন অফিসারের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।
গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভ’ূমি) নাজমুল আলম। এসময় বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ সভাপতি ইয়াছিন রেজা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফয়সল বিন হাসান, সহকারী মৎস্য অফিসার ও আনসার ভিডিপির টি আই মোস্তাফিজুর রহমান,শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচন অফিসের স্টাফসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।