চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় অস্ত্রসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬
বি এম রাকিব হাসান, খুলনা প্রতিনিধিঃ- বাগেরহাটের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম (৫৫)কে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টা মামলায় অস্ত্রসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৬।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া থানার সম্মানকাঠির মৃত ইতরুফ শেখের ছেলে মেহেদী হাসান ওরফে জুয়েল ও চরসোনাকুবের মহাসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা।
বৃহষ্পতিবার সকালে এক প্রেসব্রিফিংয়ে র্যাব-৬ খুলনার অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার সদর থানাধীন কলাখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য গতরবিবার রাতে উপজেলার সন্মানকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।