চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় অস্ত্রসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

 


চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় অস্ত্রসহ ০২ জনকে গ্রেফতার করেছে ্যাব-


বি এম রাকিব হাসান, খুলনা প্রতিনিধিঃবাগেরহাটের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম (৫৫)কে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টা মামলায় অস্ত্রসহ ০২ জনকে গ্রেফতার করেছে ্যাপিড একশন ব্যাটালিয়ন ্যাব-৬।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া থানার সম্মানকাঠির মৃত ইতরুফ শেখের ছেলে মেহেদী হাসান ওরফে জুয়েল চরসোনাকুবের মহাসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা।

বৃহষ্পতিবার সকালে এক প্রেসব্রিফিংয়ে ্যাব- খুলনার অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোসতাক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার সদর থানাধীন কলাখালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য গতরবিবার রাতে উপজেলার সন্মানকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জব্দকৃত আলামত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।


 

Post a Comment

Previous Post Next Post