আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীনের সফল কর্মময় জীবন শেষে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। একই জেলার মুজিবনগর উপজেলায় স্বেচ্ছাবদলী জনিত কারনে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
গাংনী সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার সম্বর্ধিত ব্যক্তিত্ব মো. আলাউদ্দীন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে ফয়সাল বিন হাসান, ওবাইদুল ইসলাম ও আরিফ হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলার ষোলটাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক ।
গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন,গাংনীসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের পক্ষে মাসুম, হাসানুজ্জামান ,তারিকুজ্জামান ,কাজল,আলামিন,খোরশেদ আলী, কাকনসহ শিক্ষক নেতৃবর্গ । অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে বিদায়ী অতিথিকে গিফট প্রদান করা হয়।