মেহেরপুরে ২মাদকসেবীর জরিমানা ও কারাদন্ড


 মেহেরপুর জেলা প্রতিনিধি। মেহেরপুরের গাংনীতে দুই মাদক ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কাাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে উপজেলার ভাটপাড়া এলাকার মাদক সেবক রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ভাটপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে রিপন (৩৮), নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে জিয়া (৩৫) ।ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  নাজমুল আলম। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাহারবাটি ইউপির ভাটপাড়া (কুঠি) এলাকায় রিপনের বসতবাড়িতে মাদক বেচাকেনা ও সেবন চলছে । 

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গাঁজা ও জিয়াকে হেরোইন সেবন অবস্থায় আটক করা হয়। এ সময় আটককৃতদের ১০০ টাকা করে জরিমানা ও তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।


        



Post a Comment

Previous Post Next Post