আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ চত্ত¡রে মেলার উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম মেলার উদ্বোধন ঘোষনা করেন। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে,গাংনী উপজেলার বিভিন্ন সেবা দানকারী দপ্তরের আয়োজনে ২৫ টি স্টল সাজানো হয়েছে। সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরে স্টল সজ্জিত করণ করা হয়। গাংনী উপজেলা শিক্ষা অফিষ ও উপজেলা কৃষি অফিস এবারের মেলায় দর্শক নন্দিত স্টল সজ্জিত করে সেরা তালিকায় ইতোমধ্যে নাম লিপিবদ্ধ করা হয়েছে।
আমিরুল ইসলাম অল্ডাম
Tags:
মেহেরপুর