মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। দেশের কাঙ্খিত উন্নয়ন তথা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশের অর্জনসমূহ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা জাতীয় পার্টি (জেপির) সভাপতি আব্দুল হালিম, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন প্রমুখ।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের টেকনিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ ।এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা শেষে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার স্টল পরিদর্শন করা হয়। সবশেষে ব্যান্ডদল নিয়ে ট্রাকযোগে আনন্দ শোভাযাত্রা করা হয়। আনন্দ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার লাভলী খাতুন , পল্লী বিদ্যুতের ডিজিএম গাড়ী বহর নিয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করেন।