গাংনীর পৃথক গ্রামে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

 


মেহেরপুর জেলা প্রতিনিধি  : মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর ও গাঁড়াডোব গ্রামে অগ্নিকান্ডের  ঘটনায় বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় নগদ টাকা আসবাবপত্রসহ  আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।

মঙ্গলবার ভোররাতে অলিনগর গ্রামের  পিয়ারুল ইসলামের বাড়ির ৩টি ঘরে আগুন লাগে। গরুর গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন পাশাপাশি ৩ টি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে রাখা নগদ টাকা,ধান-চাউল ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। 

অন্যদিকে,সোমবার দিবাগত রাতে গাঁড়াডোব গ্রামের কৃষক আমানুল হকের রান্না ঘরে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে বসত ঘরে আগুন ছড়িয়ে পুরো ঘর ভস্মীভূত হয়। 

দুটি স্থানে অগ্নিকান্ডে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে ধারনা পাওয়া গেছে। 


Post a Comment

Previous Post Next Post