আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের পুরাতন দরবেশপুর সড়কে সড়ক দুর্ঘটনায় আবারও একজন প্রাণ হারালেন। একই স্থানে ২ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর রক্ত না শুকাতেই আবারও প্রাণ হারালেন পুরাতন দরবেশপুর গ্রামের আশরাফুল হক (৩৫) নামের এক ব্যক্তি।
বুধবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। ২ সন্তানের জনক আশরাফুল হক মেহেরপুর সদও উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের আজিমউদ্দীনের ছেলে।
জানা গেছে, আশরাফুল হক তার প্রতিবেশীকে নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গার পুরাতন দরবেশপুর প্রাতমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পার্শ্বে বসে গল্প করছিলেন।এমন সময় একটি ট্রাক যার নং (ঢাকা মেট্রো-উ-১১-২১৬৭) সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তার পার্শ্বে বসে থাকা আশরাফুল হককে ধাক্কা মারে। এ সময় আশরাফুল হক মারাত্মক আহত হয়। তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে র্মত ঘোষনা করেন। ঘটনার পর পরই ট্রাক চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়।
এদিকে আশরাফুল হকের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা এসে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। উল্লেখ্য, ৭ দিন আগে একই স্থানে ট্রাকের পিছনে ধাক্কা লেখে এক ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছিল।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্র্প্তা কর্মকর্তা শাহ দারা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমিরুল ইসলাম অল্ডাম
গাংনী,মেহেরপুর
তাং-৩০-০৩-২২ ইং
মোবাঃ ০১৭১৭-০০৮৩৫৫