আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনীতে পাট চাষীদেও নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন ও পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গাংনী উপজেলা সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুণর রশীদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় গাংনী উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন গ্রাম থেকে আগত পাট চাষীবৃন্দ। প্রশিক্ষণে ৫০ জন চাষী প্রশিক্ষণণে অংশগ্রহণ করেন।