মেহেরপুরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত



আমিরুল ইসলাম অল্ডাম   ঃ মেহেরপুরের গাংনীতে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস -২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাক হানাদার বাহিনী ইতিহাসের সেই ভয়াল কালরাত্রি, বর্বরোচিত,নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নিরস্ত্র নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন এমনকি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সেই বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করা হয়েছে। 

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, গাংনী উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইযাসমিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিশেষ প্রতিনিধি ওসি তদন্ত মনোজিৎ নন্দী, জেলা জাতীয় পার্টি (জেপির) সভাপতি আব্দুল হালিম প্রমুখ। 


সভায় উপজেলা মৎস্য অফিসারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  আমিরুল ইসলাম, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,  গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিক প্রমুখ্ ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।


  



Post a Comment

Previous Post Next Post