মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক মিনিট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন-পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে মিনিট্রাক চালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে ট্রাকের হেলপার ফারুক হোসেন (৪২)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে সিমেন্ট বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বৃহস্পতিবার ভোরে মালবাহি একটি পিকআপ (মিনিট্রাক)নিয়ে চালক সাহাদত ও হেলপার ফারুক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক স্থানে পিকআপ গাড়ীটি নষ্ট হয়ে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা খায়। ওই ধাক্কায় সাহাদত ও ফারুক ঘটনাস্থলেই নিহত হয়। সেই সাথে পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল নিহত দু’জনের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়।
মেহেরপুর সদর থানার ওসি জুলফিকার আলী জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এবং দুর্ঘটনা কবলিত ট্র্াকটি জব্দ করা হয়েছে।