মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে নি¤œ আয়ের এক কোটি পরিবারের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর জেলায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদেও মধ্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ। এসময়উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলায় ভর্তুকি মূল্যে ৬৬ হাজার ৭৬৩ জন টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন।
একই ভাবে গাংনী উপজেলায় টিসিবির পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টার সময় গাংনী ফুটবল মাঠে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন। এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২ কেজি সোয়বিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল ৪৬০ টাকায় ক্রয় করতে পারবেন।