ইতিহাস ঐতিহ্যের সাক্ষী মেহেরপু
র প্রেসক্লাব ৫০ বছর পেরিয়ে ৫৪ বছরে পা দিয়েছে মেহেরপুর প্রেসক্লাব ১৯৬৭ সালে যার জন্ম।
র প্রেসক্লাব ৫০ বছর পেরিয়ে ৫৪ বছরে পা দিয়েছে মেহেরপুর প্রেসক্লাব ১৯৬৭ সালে যার জন্ম।
উনিশে মার্চ ২০২২ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে ৫০ বছর পেরিয়ে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে "উপলব্ধি"
নামক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর- ১আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রি অধ্যাপক ফরহাদ হোসেন।
স্মারকগ্রন্থ উন্মোচনের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সাংবাদিকদের মধ্যে যারা প্রয়াত সদস্যবৃন্দর পরিবারের সদস্যদের মাঝে সনদ প্রদান করেন।
সুবর্ণজয়ন্তীতে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা উপস্থাপন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম ,মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ এবং বিশিষ্ট শিল্পপতি জনাব আতিয়ার রহমান ও শিল্পপতি জনাব ইঃ শহিদুল্লাহ এবং মাহাবুব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
Tags:
মেহেরপুর