মেহেরপুরে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত

 


আমিরুল ইসলাম অল্ডাম  : মেহেরপুরের গাংনী পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দৃপুর ১২টার সময় গাংনী পাইলট সরকারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন  করা হয়। পিঠা উৎসব আয়োজনে সংক্ষিপ্ত আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী গাংনী পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এর  মনোনীত প্রতিনিধি গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দদের সম্মানার্থে প্রতমত ফুল ুদিয়ে রণ কওে নেয়া হয়। এবং ব্যাজ পরিয়ে দেয়া হয়। বিদ্যালয়ের ছাত্রীরা অতিথিদেও ব্যাজ পরিয়ে দেয়। আলোচনা শেষে বাংলা ও বাঙ্গালীদের ঐতিহ্য নানা রংয়ের , নানা সাধের মিষ্টি পিঠা সাজানো স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দকে পিঠা উৎসবে আমন্ত্রণ জানানো হয়। পিঠা উৎসবে ভিন্ন ভিন্ন ক্লাসের ছাত্রীদের পরিবেশনায় পৃথক পৃথক স্টল সাজানো হয়। 



আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post