মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া বাজারে ইজিবাইকের সাথে ধাক্কায় গুরুতর আহত জিনিয়া খাতুন (৮) অবশেষে মারা গেছে। জিনিয়া বাঁশবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামের জিনারুল ইসলামের মেয়ে। জিনিয়া চৌগাছা মডেল মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী এবং বাবা মায়ের বড় মেয়ে।
স্থানীয়রা আহত জিনিয়াকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে আশঙ্কাজনক অবস্থায় কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেয়ার পর জিনিয়া মৃত্যুবরণ করে।
গত সোমবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়ীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
Tags:
মেহেরপুর