মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এবং বন্দর এলাকায় ভ্রাম্যমান আদালত বসানো হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও রিফাত জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ধারা ৫ এর ১(চ) মতে তাদেও জরিমানা করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল বাজারে শশী স্টোর ৩ হাজার টাকা ও বন্দর মোড়ে রুপম স্টোরে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়। এসময় সদও উপজেলা স্যানিটারী ইন্স পেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর থানা পুলিশের একটি দল আদালত পরিচালনায় সহযোগিতা করেন।