গাংনীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



আমিরুল ইসলাম অল্ডাম:  মেহেরপুরের গাংনীতে অমর ২১ ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুিষ্ঠত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গাংনী  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নানা কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে প্রস্তুতি সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম,এ খালেক। গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা স্বাস্থ্য ও প. পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম প্রমুখ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, এমপির প্রতিনিধি মনিরুজ্জামান আতু,গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।  দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।

 



মেহেরপুর


Post a Comment

Previous Post Next Post