মোঃহিরক খান ঃ মেহেরপুরে বঙ্গবন্ধু উপাধি দিবস উপলক্ষে জেলা শ্রমিক লীগের পুষ্পমাল্য অর্পণ
মেহেরপুরে বঙ্গবন্ধু উপাধি দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মেহেরপুর জেলা শ্রমিক লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে। আজ শুক্রবার সকাল ১০ টার সময় ডা: শহীদ শামসুজ্জোহা পার্কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও প্রার্থনায় করে মেহেরপুর জেলা শ্রমিক লীগ পুষ্পমাল্য অর্পণ ও একটি আনন্দ রেলি বের করেন। মেহেরপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মাহবুব এলাহীর সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাজু, সাংবাদিক ও গবেষক আতাউর রহমান প্রমূখ।
Tags:
রাজনীতি