মেহেরপুরের চিৎলা সড়কে স্বামী-স্ত্রীকে বেঁধে রেখে মোটরসাইকেল ও গহনা ছিনতাই


আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-চিৎলা সড়কে স্বামী ও তার স্ত্রীকে গাছের সাথে বেঁধে রেখে ১টি মোটরসাইকেল,২টি মোবাইলফোন ও স্বর্ণের গহনা ছিতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান চিৎলা গ্রামের মৃত আরমান শেখের ছেলে ডিস ব্যবসায়ী কামরুজ্জামান ওরফে জামান হোসেন তার স্ত্রী মিরা খাতুন ও সন্তানকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহর থেকে বাঁশবাড়িয়া-চিৎলা সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা ওই সড়কের একটি ইটভাটার অদূরে আমবাগানের কাছে পৌঁছালে,আগে থেকে আমবাগানে ওৎ পেতে থাকা ৬-৭ জনের একটি ছিনতাইকারীদল তাদের গতিরোধ করে। এসময় জামান ও তার স্ত্রীকে আমবাগানে বেঁধে রেখে মোটরসাইকেল,মোবাইলফোন ও স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে। এবং ছিনতাইকারীদের আটক করতে তৎপরতা শুরু করেছে। 


আমিরুল ইসলাম অল্ডাম


Post a Comment

Previous Post Next Post