মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ।
গাংনী উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের নেতৃত্বে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভ’ূমি) নাজমুল আলম,গাংনী থানার পক্ষে ওসি আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আসিফ ইকবাল অনিক, পুস্পার্ঘ অর্পণ করে।
পরে আজ সোমবার সকাল ৮ টার সময় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার নাজমুল আলম এর সভাপতিত্বে শহীদ দিবসের তাৎপর্য ও ভাষা শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক । গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গাংনী থানার অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী পাইলট সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম ,উপজেলা যুব লীগের সেক্রেটারী শফি কামাল পলাশ, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।পরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদিকে গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গাংনী বাজার বাস স্ট্যান্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন করেন।
এসময় উপজেলা আ.লীগের সেক্রেটারী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মাষ্টার, মানরুজ্জামান আতুসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা আ.লীগ. যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।