মেহেরপুরে ইটবাহী ট্রলি ও কাভার্ডভ্যানের মুখোমখি সংঘর্ষে ট্রলি চালক গুরুতর জখম

 মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের ইটবাহী ট্রলি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিখন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।আহত  লিখন কে  মেহেরপুর  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন্সের সামনে গতিরোধকের উপওে দুর্ঘটনা ঘটে। আহত লিখন একজন ট্রলি চালক  ও গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামের সাব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছে, কাজী ফার্মের মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৪২৯২)মেহেরপুর শহর থেকে গাংনীর দিকে আসা ইট বোঝায় একটি ট্রলি মেহেরপুর পুলিশ লাইন্স এর গতি রোধকের উপর পৌছালে কাভার্ড ভ্যানের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রলি চালক লিখন (২৫) রাস্তায় পড়ে আহত হয়। সংঘর্সে কাভার্ডভ্যান এবং ট্রলির ব্যাপক ক্ষতি সাধিত হয়। আহত লিখন কে উদ্ধার কওে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। 

এদিকে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও সহকারী কাভার্ড ভ্যান চালক গাড়ী রেখে পালিয়ে যায়। পওে মেহেরপুর  সদও থানা পুলিশের এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

   


Post a Comment

Previous Post Next Post