মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ "মা-মাটি বন্ধন, জনবান্ধব নিবন্ধন" এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে দলিল লেখক এবং নকল নবীশগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছ। মোল্লাহাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় অত্র কার্যালয় চত্বরে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন বাগেরহাট জেলা সাব-রেজিস্ট্রার মুনিরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সাব-রেজিস্ট্রার আল-মাহমুদ, এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শেখ সাহেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান নান্নু মোল্লা, নকল নবীশ সমিতির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মোল্লাসহ সকল দলিল লেখক ও নকল নবীশ বৃন্দ।
#####
মিয়া পারভেজ আলম
মোল্লাহাট প্রতিনিধি