আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের একটি বসত বাড়িতে পুলিশের কয়েকটিদল অভিযান পরিচালনা করেছে। অভিযানে হিজলবাড়ীয়া গ্রামের আব্দুল জব্বারের বাড়ির প্লাস্টিকের ড্রাম থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরাঞ্জাম এবং মাদক উদ্ধার করা হয়েছে । শনিবার AAদিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাংনী থানা পুলিশের কয়েকটিদল অভিযান চালিয়ে বোমা,বোমা তৈরীর সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হিজলবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জব্বার আলীর বাড়িতে বোমা ও বোমা তৈরীর সরাঞ্জাম রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জব্বার আলী পালিয়ে যায়। পরে থানার এএসআই আল আমিন, মামুন-অর রশিদ ও সঙ্গীয় ফোর্স বাড়ি তল্লাশি করে ১০টি বোমা,কিছু বোমা তৈরীর সরঞ্জাম ও আনুমানিক ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তিনি আরো বলেন,বোমা তৈরীর সরঞ্জাম ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে । এছাড়া বাড়ির মালিক জব্বার আলীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
জব্বার আলীর ছেলে সোহেল রানার স্ত্রী বিপাশা খাতুন বলেন,তার স্বামী সোহেল রানা ইটভাটায় ট্রলি চালায় আর শ^শুর জব্বার আলী কৃষি কাজের পাশাপাশি গাছী (খেঁজুর গাছ) হিসাবে কাজ করে। তবে বোমা সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না।
প্রতিবেশী জানান, জব্বার আলীর কর্মকান্ড ভালো ছিলোনা। তার বিরুদ্ধে চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
আমিরুল ইসলাম অল্ডাম
মেহেরপুর