মেহেরপুরে বিদ্যুত স্পৃষ্টে প্রসূতি মায়ের মৃত্যু


মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে বিদ্যুত স্পৃষ্টে নাজমা খাতুন (৩০) নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। নিহত নাজমা একই উপজেলার মটমুড়া গ্রামের সাবদাল হকের স্ত্রী।

বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নাজমা তার বাবার বাড়িতে আতুর ঘরে বিদ্যুত লাইনের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুত স্পৃষ্ট হয়। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পারিবারিক সূত্র জানায়,১৭ দিন আগে নাজমা একটি সন্তান প্রসব করেন। ওই শিশু সন্তান রেখে সে পরপারে চলে গেলেন মা।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


Post a Comment

Previous Post Next Post