মেহেরপুরে জামায়াতের ৩০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। জিহাদী বই উদ্ধার


স্টাফরিপোটার  : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাাট ইউনিয়নের কুঠি ভাটপাড়া গ্রামের মসজিদ থেকে জামায়াতের ৩০ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলেন, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আব্দুল আলীমের ও সাহারবাটি ইউনিয়ন জামায়াতের  সেক্রেটারী শেখ সাদী (৩২), ভাটপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে ও ভাটপাড়া গ্রাম জামায়াতের সভাপতি রবিউল ইসলাম ওরফে রুবেল (৩০) , আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান (৩০), আফিলউদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০), মৃত ওয়াছের আলরি ছেলে কাউসার আলী(৫৬), তার ভাই ফায়জার আলি (৫৮),  মজিরউদ্দীনের ছেলে তৈয়ব আলী  (৪০), ইমারুল ইসলামের ছেলে ইউসুব আলী ((৩০), সাহাবউদ্দীনের ছেলে রিপন হোসেন(৩২), আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৫৬), মহিরউদ্দীনের ছেলে সেলিম রেজা (২৯), হোসেন আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮), মকছেদ আলীর ছেলে তৌহিদুর রহমান (৫৯), ফজল আলীর ছেলে এরশাদ আলী (৪৫), ফজলুর রহমানের ছেলে ইরফান আলী (৪২), মৃত বাছের আলীর ছেলে আব্দুস সাত্তার  (৭০),মৃত মকছেদ আলীর ছেলে তাবারক আলী (৪৪), কাবের আলীর ছেলে মোখলেছুর রহমান (৩০), আব্দুর রশীদেও ছেলে শরিফুল ইসলাম (৫০), ফরজ আলীর ছেলে ইদ্রিস আলী হোসেন(৬০), বাবুল হোসেনের ছেলে নাসিরউদ্দীন (৩৪), রমজান আলীর ছেলে জহিরুল ইসলাম (৫০), কুলবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সোহেল রানা (২৬), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে    ইসলাস   হোসেন (৫০), সাদেক আলীর ছেলে এরশাদ আলী ওরফে লাল্টু (৩৭), নবীছউদ্দীনের ছেলে  আমিরুল ইসলাম  (৫৫), আব্দুল ওয়াহাবের ছেলে তোফাজ্জেল হোসেন (৫০), গনজের আলরি ছেলে ইনারুল ইসলাম (৪০), ভাটপাড়া  গ্রামের ফজলুল হকের ছেলে আকরাম আলী (৫০), তার ছেলে আরিফুল (৪০)। শনিবার দিবাগত রাত ৯ টার দিকে গাংনী থানা পুলিশের কয়েকটি দল কুঠিভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে অভিযান চালিয়ে তাদেরকে জিহাদী বই সহ  আটক করে। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, উপজেলার ভাটপাড়া গ্রামের চৌধুরী পাড়া জামে মসজিদে জামায়াতের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। থানায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  





Post a Comment

Previous Post Next Post