মেহেরপুরে গণটিকা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ............ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

 



 মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরে গণটিকা কার্যক্রমের বিভিন্ন  টিকা কেন্দ্র পরিদর্শন করেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রালয়ের মাননীয়  প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। মহামারী  করোনা ভাইরাস থেকে মুক্তির প্রত্যাশা নিয়ে ২৬ ফেব্রæয়ারি সারা দেশে একযোগে শুরু হয়েছে ১ কোটি করোনা ভাইরাসের গণটিকা  কার্যক্রম। ভ্যাকসিন দিতে বিভিন্ন গ্রাম মহল্লা থেকে  নানা বয়সী লোকজন এবং শিক্ষার্থীরা উৎসব মূখর পরিবেশে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহন করেছে। 

ভ্যাকসিন নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নানা মন্তব্য ছিল নানা মহলের। সব ভয়ভীতি,দ্বিধা দ্ব›দ্ব, আলোচনা সমালোচনা কাটিয়ে একযোগে সারা দেশে ভ্যাকসিন  প্রদান কার্যক্রম চলে।মেহেরপুরে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন। 

শনিবার দুপুরের দিকে মন্ত্রী মহোদয় মেহেরপুর স্টেডিয়াম মাঠে টিকা কেন্দ্র এবং মেহেরপুর সদও উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন।  এসময় জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান , অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ সরকারী কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন। 


Post a Comment

Previous Post Next Post