মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
গাংনী উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সুস্থ সংস্কৃতি চর্চার একমাত্র প্রতিষ্ঠান ‘সীমান্ত অপেরা’ এর পক্ষ থেকে গাংনী উপজেলা পরিষদ শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
আজ সোমবার সকাল ৮ টার সময় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাতে সীমান্ত অপেরা’র পক্ষ থেকে শিল্পীদের সমন্বয়ে শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে শ্রদ্ধা জাননো হয়।
শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় সীমান্ত অপেরা’র আহŸায়ক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যাত্রা জগতের প্রবীণ শিল্পী ডা. শরীফউদ্দীন ঠান্ডু, যাত্রাশিল্পী রবিউল ইসলাম, আজগর আলী,আকবর আলী, ওল্টু বিশ্বাস, গোলাম মোস্তফা, আব্দুর রাজ্জাক প্রমুখ ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়।