মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে টেকসই তুলা উন্নয়ন প্রকল্পের আওতায় তুলা চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া জোনের গাংনী উপজেলার ধানখোলা ইউনিটের অন্তর্গত ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে তুলা চাষীদেও সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তূলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জোনের আয়োজনে এবং বাংলাদেশ কটন এসোসিয়েশনের উদ্যোগে তূলা চাষিদের অংশগ্রহণে মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ আখতারুজ্জামান ।
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো. গাজী গোলাম মোর্তুজা, বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ূব প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ,বাংলাদেশ কটন এসোসিয়েশনের সহ সভাপতি ইদ্রিস আলী, কটন এসোসিয়েশনের সহ সম্পাদক কাজী আজমল হক, কটন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, কটন এসোসিয়েশনের সদস্যা নাজনীন সুলতানা, ধানখোলা কটন ইউনিট অফিসার এরশাদুল হক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে টিএমএসএস কটন কানেক্টের ফিল্ড এক্সিকিউটিভ রাজু আহম্মেদ লালন, মো, লিটন মিয়া, রাজন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি তূলা চাষীদের আর্থ সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ প্রদান করেন। তুলা চাষ লাভজনক করতে তুলা চাষের পাশাপাশি সাথী ফসল করতে উদ্বুদ্ধ করেন।তুলা রোপনের দুরত্ব কমিয়ে আরও বেশী গাছ রোপনের পরামর্শ দেন। পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও পারিবারিক উন্নয়ন নিয়ে তুলা চাষের শুরু থেকে কৃষকদের সাথে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করতে ফিল্ড এক্সিকিউটিভ কাজ কওে যাচ্ছে । তুলার আঁশের মান ভাল হলে পরবর্তীতে আরও মুল্য বৃদ্ধি করারও আশ্বাস প্রদান করা হয়। তুলা চাষীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেয়া হয়। বীজ তুলার দাম বৃদ্ধিকরণ, উন্নত হাইব্রিড জাতের ভর্তুকি মূল্যে বীজ বিতরণ ( দাম কমানে) , জমি থেকে তুলা উত্তোলনের হ্যান্ড মেশিন সরবরাহ, টি শার্ট -ক্যাপএবং তুলা উত্তোলনের সময় ব্যবহৃত ব্যাগ, প্রদানের ক্ষেত্রে এসোসিয়েশনের সভাপতি মহোদয় কৃষকদের আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে ধানখোলা ও আশেপাশের শতাধিক তুলা চাষী উপস্থিত ছিলেন।