মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করেছেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।
আজ রবিবার সকাল ১১ টার টার সময় গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহারস্বরুপ উপজেলার গাংনী এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা হিসাবউদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ।
বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী গোলাম মোস্তফা, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মাস্টার,এমপি মহোদয়ের সহধর্মিনী লায়লা আরজুমান বানু শিলা,গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, আওয়ামীলীগ নেতা লুইচ এবং গাংনী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি সাহিদুজ্জামান খোকন মহোদয় শীতবস্ত্র বিতরণ কালে বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঝরিয়ে এদেশ স্বাধীন করেছিল তাদের বুদ্ধি ও পরামর্শ নিয়ে এদেশ গড়ে তুলতে চাই। সকলে মিলে আমরা নতুন উন্নত সমৃদ্ধ গাংনী উপহার দিতে চাই। ২ শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।