মেহেরপুর জেলা প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু ও মেম্বরদের দায়িত্বভার গ্রহণ এবং সাবেক মেম্বরদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। পরিষদের সচিব মতিয়ার রহমানের সঞ্চালনায়- অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সাবেক মেম্বর আজিজুল হক,পরিষদের ৩ বারের নির্বাচিত মেম্বর বকুল হােসেন,৬ নং ওয়ার্ডের মেম্বর শামীম রেজা,একই ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুল জাব্বার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ মাস্টার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাজিউদ্দীন রাজু,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের বর্তমান ও সাবেক মেম্বরবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯ নং ওয়ার্ডের মেম্বর সারগিদুল ইসলাম।
Tags:
মেহেরপুর