যশোরে চালক‌কে হত‌্যা ক‌রে ই‌জিবাইক ছিনতাই:র‌্যা‌ব ৬ এর হা‌তে ৪ খু‌নি গ্রেফতার

IMG-20211225-WA0027[2] IMG-20211225-WA0028[1] IMG-20211225-WA0029[1]IMG-20211225-WA0026[1]

বি এম রাকিব হাসান, খুলনা থেকে- – য‌শো‌রের বাঘারপাড়া উপ‌জেলার বু‌ধোপুর গ্রা‌মে নি‌য়ে ইজিবাইক চালক অালা‌মিনকে গলায় ফাস দি‌য়ে হত‌্যার পর ই‌জিবাইকসহ তার সা‌থে থাকা টাকা পয়সা ছি‌নি‌য়ে নেয় খু‌নিরা। ক্লু‌লেস এ হত‌্যাকা‌ন্ডের ১৫‌দি‌নের মাথায় খু‌নের সা‌থে জ‌ড়িত ৩জন ও একজন সহ‌যো‌গি‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব ৬ সদস‌্যরা।

ক্লু‌লেস এ হত‌্যাকা‌ন্ডের ১৫‌দি‌নের মাথায় খু‌নের সা‌থে জ‌ড়িত ৩জন ও একজন সহ‌যো‌গি‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব ৬ সদস‌্যরা।শনিবার (২৫ ডিসেম্বর) প্রেস ব্রিফিং‌য়ে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন র‌্যাব ৬’র অ‌ধিনায়ক লেঃ ক‌র্নেল মুহাম্মাদ মোসতাক অাহমদ।

যশোরে চালক‌কে হত‌্যা ক‌রে ই‌জিবাইক ছিনতাই

এসময় উপ‌স্থিত ছি‌লেন, য‌শো‌রের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার না‌জিউর রহমান, লিগ‌্যাল ও মিডিয়া সি‌নিয়র এএস‌পি মোঃ বজলুর রশীদ।গ্রেফতারকৃত অাসা‌মিরা হ‌লো মোঃ অালা‌মিন (২১), মোঃ জু‌য়েল খান (২৩), মোঃ হারুন অর র‌শিদ(২৭), মোঃ রা‌সেল (৩২)। গ্রেফতারকৃত আসামীদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Post a Comment

Previous Post Next Post