বি এম রাকিব হাসান, খুলনা থেকে- – যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে নিয়ে ইজিবাইক চালক অালামিনকে গলায় ফাস দিয়ে হত্যার পর ইজিবাইকসহ তার সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয় খুনিরা। ক্লুলেস এ হত্যাকান্ডের ১৫দিনের মাথায় খুনের সাথে জড়িত ৩জন ও একজন সহযোগিকে গ্রেফতার করেছে র্যাব ৬ সদস্যরা।
ক্লুলেস এ হত্যাকান্ডের ১৫দিনের মাথায় খুনের সাথে জড়িত ৩জন ও একজন সহযোগিকে গ্রেফতার করেছে র্যাব ৬ সদস্যরা।শনিবার (২৫ ডিসেম্বর) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মাদ মোসতাক অাহমদ।
এসময় উপস্থিত ছিলেন, যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার নাজিউর রহমান, লিগ্যাল ও মিডিয়া সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ।গ্রেফতারকৃত অাসামিরা হলো মোঃ অালামিন (২১), মোঃ জুয়েল খান (২৩), মোঃ হারুন অর রশিদ(২৭), মোঃ রাসেল (৩২)। গ্রেফতারকৃত আসামীদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।