করোনাভাইরাসের টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা না থাকলে সিঙ্গাপুরে প্রবেশ করা নিষিদ্ধ। ১ অক্টোবর থেকে ১১টি দেশের পর্যটকদের জন্য সিঙ্গাপুরের দরজা খুলে গেলেও রয়েছে বিধি–নিষেধ। তবে সেই ১১টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার মাধ্যমে ভ্রমণকারীদের টিকা গ্রহণ করতেই হবে, এমনটাই নির্দেশিকা দেওয়া রয়েছে। ১৯ অক্টোবর থেকে ৬ টি ইউরোপীয় দেশ থেকে টিকা দেওয়া যাত্রীরা সিঙ্গাপুরে আসতে পারবে ও কোনও রকম কোয়ারেন্টিন থাকতে হবে না তাদের। এই ৬ টি দেশ হল – ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ব্রুনেই থেকে আসা যাত্রীদের সঙ্গে সিঙ্গাপুর টিকা ভ্রমণ লেনে বা সিঙ্গাপুর ভ্যাকসিনেটেড ট্রাভেল লেনে সংযুক্ত হবে। নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে দক্ষিণ কোরিয়ার যাত্রীদেরও কোয়ারেন্টিন ছাড়াই অনুমতি দেওয়া হবে।