নেপালে বাস খাদে পড়ে নিহত ৩২

নেপালে বাস খাদে পড়ে নিহত ৩২

ছবি: সংগৃহীত

নেপালের উত্তর পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন

মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের গণমাধ্যমগুলো। মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।

 

Post a Comment

Previous Post Next Post