Kbdnews : মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মিলন হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ ওই মাদক ব্যবসায়ী নিকট থেকে ৫ গ্রাম হেরোইন এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। আজ রবিবার বিকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেফতার মিলন হোসেন গাংনী উপজেলার তেরিয়াল গ্রামের দমিল হোসেনের ছেলে। । জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এস আই সুলতান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় এস আই মোঃ হাবিবুর রহমান এ এস আই, আহসান হাবীব মোঃ হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গাংনী উপজেলার হাড়াভাংগা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মিলন হোসেনকে গ্রেপ্তার করেন। তাদের
কাছ থেকে ৫ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেহেরপুরের গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মিলনের বিরুদ্ধে আরও ৪ টি মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
মোঃআবু লায়েছ লাবলু