গত -১৯/১০/২০২১ তারিখ ২২.১০ ঘটিকায়
পুলিশ পরিদর্শক মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এস আই সুলতান মাহমুদ, এস আই অজয় কুমার কুন্ডু এ এস আই মোঃ হেলাল উদ্দিন,এ এস আই আহসান হাবীব সহ মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী (১) মোঃ মাহফুজুর রহমান পোলেন @ পলেন (৩৯) পিতা মোঃ মনিরুল ইসলাম মনি সাং
বাসস্ট্যান্ডপাড়া থানা ও জেলা মেহেরপুরকে ০৫ (পাঁচ) বোতল ফেনসিডিল সহ আটক করেন। উক্ত আসামির বিরুদ্ধে মাদকের মামলাসহ অন্যান্য আইনের সর্বমোট ১৩ ( তের) টি মামলা বিচারাধীন আছে।