বি এম রাকিব হাসান, খুলনা : খুলনা রুপসা বেলফুলিয়ার সেনের বাজার সংলগ্ন মুন কসমেটিকস নামক একটি ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাব । র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট নাদির শাহ’র পরিচালনায় ও র্যাব ৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর রিফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জানা যায় দীর্ঘদিন ধরে কারখানাটিতে বি এস টি আই এর অনুমোদন ব্যাতীত বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরী করে বিভিন্ন জেলা উপজেলায় বাজারজাতকরন করা হয়।
এবিষয়ে র্যাবের স্পেশাল কোম্পানী কমান্ডার বলেন, র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে আইনশৃঙ্খলাবাহিনীর যেসকল কার্যক্রম রয়েছে তাতে দুর্নীতিদমনসহ অবৈধ ও অনৈতিক কাজের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠানটিতে ৪ টি পন্যের লাইসেন্স থাকলেও এখানে ২৭ টি পন্য তৈরী করে। এছাড়া এখানে প্রসাধনী তৈরীর কেমিক্যালের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়।