স্টাফরিপোটার : মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির এস আই আবুল হাসেনের নেতৃত্বে মেহেরপুর বুড়িপোতা সড়কের বারাকপুর-বুড়িপোতা মাঝামাঝি স্থান থেকে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। রুবেল হোসেন মেহেরপুর শহরের জেলখানা পাড়ার মাহিন হোসেনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করার পর তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।