মেহেরপুরে চেয়ারম্যান বাকী হত্যা মামলার ফাঁসির আসামী রওশনকে কারাগারে প্রেরণ

আমিরুল ইসলাম অল্ডাম ঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাকী , শিক্ষক আমজাদ হোসেন ও জাসদ নেতা আরিফ আহম্মেদ সহ একাধিক হত্যা মামলার ফাঁসির আসামী রওশন আলীকে মেহেরপুর কারাগারে নেয়া হয়েছ্ ে।সোমবার বেলা ১১ টার সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রওশনকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের চিারক রিপতি কুমার বিশ্বাসের আদালতে তোলা হয়। একটি রঙ্গিন টি শার্ট পওে রওশন আদালতের কাঠগড়ায় বেশ কিছুক্ষণ দাড়িয়ে ছিলেন। বেলা সোয়া ১১ টার দিকে বিচারক রওশনকে কারাগারে নেয়া নির্দেম প্রদান করেন। পওে পুণরায় কড়া প্রহরায় তাকে কারাগারে নেয়া হয়।প্রসঙ্গতঃ ২২ বছর আত্মগোপনে থাকার পর র‌্যাবের হাতে রাজশাহী থেকে রওশন আটক হয়্ । রাজশাহীতে সে উদয় মন্ডল নামে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

 

Post a Comment

Previous Post Next Post