ছবি: আল জাজিরা
গত কয়েকদিন ধরে চলা তীব্র লড়াই শেষে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করেছে তালেবান। এতে উদ্বেগ বেড়েছে পাঞ্জশিরের বাসিন্দাদের মধ্যে।
পাঞ্জশিরে বসবাসকারী একজন নাগরিক সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আল জাজিরাকে বলেন, বর্তমান পরিস্থিতি ‘ভয়াবহ’ ও ‘উদ্বেগজনক’।
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে তালেবানরা কাবুল থেকে পাঞ্জশির যাওয়ার রাস্তা অবরোধ করে রেখেছে। যার ফলে উপত্যকায় পণ্য আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে সমস্যায় পড়েছে এখানকার বাসিন্দারা।তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাঞ্জশির বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে। তবে পাঞ্জশির উপত্যকা পুরো নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি তালেবান করেছে, তা অস্বীকার করেছেন পাঞ্জশির ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় শুধু পাঞ্জশির ছাড়া ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে।